বিনোদন ডেস্ক: ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ও পরিচিত মুখ দিপিকা কক্কর ক্যান্সারে আক্রান্ত। নিজেই নিজের ইনস্টাগ্রামে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন এই অভিনেত্রী।
এ খবর প্রকাশ হওয়ার পর থেকেই তার ভক্ত অনুরাগীদের মাঝে তাকে নিয়ে উদ্বেগ ও দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে।
তার প্রকাশিত ইন্সটাগ্রাম পোস্টটিতে তিনি লিখেছেন, গত কয়েকটা সপ্তাহ আমাদের জন্য অনেক কঠিন সময় গেছে। পেটের উপরের অংশে ব্যথা নিয়ে হাসপাতালে যাই। তারপর জানতে পারি যে আমার লিভারে একটি টেনিস বল আকৃতির টিউমার আছে। পরে জানা যায়, সেই টিউমারটি দ্বিতীয় পর্যায়ের মারাত্মক ক্যান্সারে রূপ নিয়েছে। এটি আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটি ছিল।
তিনি আরো লিখেছেন, এই সমস্যার মুখোমুখি হতে আমি সম্পূর্ণভাবে ইতিবাচক এবং দৃঢ়প্রতিজ্ঞ। নিশ্চই আরও শক্তিশালী হয়ে উঠতে পারবো! আমার পুরো পরিবার আমার পাশে আছে। আপনাদের সকলের ভালবাসা ও দোয়ার শক্তিতে আমি এটিও অতিক্রম করতে পারব। আমার জন্য দোয়া করবেন!
তার স্বামী শোয়েব ইব্রাহিম সম্প্রতি একটি ভিডিও বার্তায় দীপিকার অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।
ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেছেন, দীপিকা স্টেজ ২ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন। তাদের একমাত্র সন্তান রুহান, যে কিনা মাত্র এক বছর বয়সী, সেও মায়ের অসুস্থতা সম্পর্কে কিছুটা বুঝতে পারছে।
শোয়েব এবং দীপিকা উভয়েই এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্য সকলের কাছে প্রার্থনা ও সমর্থন চেয়েছেন।
দিপিকার শেয়ার করা পোস্টে ভক্ত অনুরাগীদের আবেগঘন কমেন্ট করতে দেখা যায়। সেখানে তার ভক্তরা তার জন্য প্রার্থনা করেন এবং তার সুস্থতা কামনা করেন।
২০১৮ সালে এই দম্পতি সশোয়েব ইব্রাহিম ও দীপিকা কক্কর চার হাত এক করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। বিয়ের পাঁচ বছর পর তাদের কোলজুড়ে আসে পুত্র সন্তান রুহান।