নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রাজধানীর কাজীপাড়া–গ্রিনরোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ হয়ে মুসাব্বির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।