ঢাকাইয়া আকবর হত্যা: শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ভাই-ভাগনে গ্রেপ্তার

by Samir Khan

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে আলোচিত ঢাকাইয়া আকবর হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ মে) রাতে নগরীর পাঁচলাইশ এলাকায় পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন, ওসমান আলী ও মো. আলভিন। এরমধ্যে ওসমান আলী বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ভাই ও আলভিন ভাগনে।

ওসমান আলী ও আলভিন দুইজনেই আকবর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন তাদের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে আড্ডারত অবস্থায় সন্ত্রাসী আলী আকবরকে গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। এ ঘটনায় আকবরের স্ত্রী রূপালী বেগম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

You may also like

Leave a Comment