মোহাম্মদ সাগরঃ জেল হেফাজতে থাকা অবস্থাতেই পুত্রসন্তানের বাবা হওয়ার খবর পেয়েছেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি। শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আফ্রিদির স্ত্রী বলেন, “আমরা মা–ছেলে দু’জনই ভালো আছি। কিন্তু আজকের বিশেষ দিনে তার (আফ্রিদি) পাশে থাকার কথা ছিল। তাকে ছাড়া এই আনন্দ বুকফাটা নীরব কান্নায় পরিণত হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “আমার স্বামীকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে। তাকে সন্তানের মুখ দেখা থেকেও বঞ্চিত করা হয়েছে। এর বিচার আল্লাহ করবেন। সত্য একদিন প্রকাশ হবেই।”
পরিবারের সদস্যরা জানান, সন্তানের জন্মের খবর কারাবন্দি আফ্রিদির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার কারণে তিনি হাসপাতাল বা পরিবারের সঙ্গে সরাসরি থাকতে পারেননি।
তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে চলমান মামলাগুলো বিচারাধীন। তার গ্রেপ্তার ও আটকাদেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা চলছে। পুত্রসন্তান জন্মের খবরে তার সমর্থকরা অভিনন্দন জানালেও সমালোচকরাও সমানভাবে সক্রিয় রয়েছেন।