জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৫ উপলক্ষে মীরসরাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন

by The Justice Bangla

মীরসরাই প্রতিনিধিঃ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৫ উপলক্ষে মীরসরাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা সাবিনার রহমান লীনা, উপজেলা ইঞ্জিনিয়ার দিদারুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ এবং প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তা।

প্রদর্শনীতে ৩০টি স্টলে এক টন ওজনের ষাঁড়, দুধ প্রদানের জন্য নির্বাচিত হলস্টেইন ফ্রিজিয়ান ও জার্সি গাভী, দেশি ও উন্নত জাতের ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, সোনালি মুরগি, জার্মান সেপার্ড ও কার্পেট ডগ, গৃহপালিত গয়াল, তিতির, কোয়েল এবং উন্নত জাতের কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি প্রদর্শিত হয়। এছাড়াও দুধ, দধি, ঘি-মাখন, পনির, মিষ্টি এবং মাংসজাত খাবারের স্টলেও আগ্রহী দর্শকদের নজর কাড়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জানান, মীরসরাইতে ভেটেরিনারি সেবার মান উন্নয়নে শীঘ্রই অত্যাধুনিক মানের হাসপাতাল চালু করা হবে, যেখানে পশু ও পাখির রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।

You may also like

Leave a Comment