180
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার জমদ্দার বাজারে নব-উদ্বোধন হলো ‘শাড়ী মহল’ নামের নতুন পোশাক প্রতিষ্ঠান। সম্পূর্ণ নতুন শাড়ির কালেকশন নিয়ে দোকানটি ইতোমধ্যে ক্রেতাদের নজর কাড়তে শুরু করেছে।

দোকান উদ্বোধন উপলক্ষে মালিকপক্ষ জানায়, তারা ন্যায়সংগত ও সাশ্রয়ী মুনাফায় মানসম্পন্ন কাপড় বিক্রির অঙ্গীকার করেছেন। ক্রেতারা যেন প্রতারণার শিকার না হন সে লক্ষ্যেই নিজেদের মালিকানাধীন দোকানে সঠিক দামে কাপড় বিক্রির ঘোষণা দেন তারা।
স্থান: নিউ মার্কেট, নিচতলা, প্রথম দোকান, ছাগলনাইয়া জমদ্দার বাজার।
উদ্বোধনী দিনে স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীদের ব্যাপক উপস্থিতি ছিল। শাড়ী মহলের নতুন কালেকশন ও মূল্যসাশ্রয়ী অফারকে স্বাগত জানান ক্রেতারা।