ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়নের চাঁদগাজী–জয়নগর এলাকায় এক যুবকের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, চাঁদগাজী–জয়নগরের মৃত আবুল কাশেমের বাড়ির উত্তর পাশের বাসিন্দা কামরুল (৩৪) নিয়মিত মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তার প্রভাবে এলাকার একাধিক শিক্ষার্থী মাদকাসক্তিতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
অভিযোগকারীরা জানান, বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনা জরুরি। তারা ইতোমধ্যে কামরুলের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাগলনাইয়া থানা পুলিশের কাছে লিখিত–মৌখিকভাবে অনুরোধ জানিয়েছেন।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় এ অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিকল্প নেই।
উল্লেখ্য, অভিযোগের বিষয়ে অভিযুক্ত কামরুলের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা যাচাই ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশ পুলিশ-এর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।