চার মাসের প্রচেষ্টায় সিলেট কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের একটি কূপ থেকে নতুন করে গ্যাস পাওয়ার তথ্য দিয়েছে পেট্রোবাংলা।

by The Justice Bangla

সিলেট প্রতিনিধিঃ বৃহস্পতিবার পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়, ওয়ার্ক ওভার কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর কৈলাশটিলা ১ নম্বর কূপ থেকে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস নিশ্চিত হওয়া গেছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এই গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে।

কৈলাশটিলা-১ কূপ ওয়ার্কওভার প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি দেশের পুরনো কূপের একটি। ১৯৮৩ সালে প্রথম এই কূপ থেকে গ্যাস পাওয়া গিয়েছিল। ২০১৯ সালের পর থেকে এই কূপ থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

“এখন ওয়ার্কওভার সফল হওয়ার ফলে দৈনিক ৫ মিলিয়ন করে গ্যাস পাওয়া যাবে। আগামী ১০ বছর ধরে এই পরিমাণ গ্যাস মিলবে বলে আশা করা যাচ্ছে।”

পেট্রোবাংলা জানায়, গত ১২ অগাস্ট বাপেক্সের নিজস্ব রিগ বিজয়-১২ এর মাধ্যমে বন্ধ এ কূপটির ওয়ার্কওভার কাজ শুরু হয়।

১৯৬১ সালে আবিষ্কৃত কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে আটটি কূপ খনন করা হয়। ৮৭৮ দশমিক ৮০ বিলিয়ন প্রমাণিত মজুদের এই গ্যাসক্ষেত্র থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৮১২ দশমিক ১৭ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে, যা উত্তোলনযোগ্য মজুদের ৯২ দশমিক ৪২ শতাংশ।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে কৈলাশটিলা-২ নম্বর কূপ থেকে ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক ৫ দশমিক ৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ পাওয়া গিয়েছিল। গত বছর কৈলাশটিলা-৮ নম্বর কূপ খনন করেও সাফল্য মেলে। দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে ওই কূপ থেকে।

You may also like

Leave a Comment