চাপাতি হাতে শাকিব খানের খোঁজ!

এফডিসিতে তুলকালাম কাণ্ড

by Samir Khan

বিনোদন ডেস্ক: ঢালিউডের সুপারস্টার শাকিব খানকে খুঁজতে এবার চাপাতি নিয়ে এফডিসিতে হামলা ও ভাঙচুর চালিয়েছে এক যুবক। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে মিডিয়ায় পাড়ায়।

জানা যায়, গেলো শনিবার (৩১ মে) রামদা হাতে নিয়ে মানিক মিয়া নামের এক যুবক এফিডিসিতে প্রবেশ করে। খুঁজতে থাকে শাকিব খানকে। কারণ হিসেবে হিসেবে তিনি বলেন, শাকিবের কাছে টাকা পান তিনি।

‘গলুই’ সিনেমার শুটিংয়ের সময় তিনি কাজ করেছিলেন বলে দাবি করেন।

হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সেদিন রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে প্রেফতার করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন আটকের তথ্যটি নিশ্চিত করেন।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা গাজী মাহবুব। তিনি গণমাধ্যমকে জানান, আমরা সে সময় এফডিসিতেই ছিলাম। হঠাৎ হৈচৈ শুনে তাড়াহুড়ো করে বের হয়ে আসি। এসে দেখতে পাই এক যুবক চাপাতি হাতে ভাঙচুর করছে। আর চিৎকার করছে শাকিব খানের নাম ধরে।

পরবর্তীতে আমরা তাকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, সে বলছিল শাকিব খানের কাছে টাকা পায়। সে শাকিব খানকে খুঁজতে এফডিসি এসেছে।

এই ঘটনায় মামলা করেন এফিডিসি কর্তৃপক্ষ।‌ গত ১ জুন রবিবার তাকে আদালতে পাঠানো হয়। যদিও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক এই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন।

 

You may also like

Leave a Comment