নিজস্ব প্রতিনিধিঃপ্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উদ্যোগে আজ (২৫ জুন) চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হলেও সরকারি ছুটির কারণে আজ আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ জিয়াউদ্দীন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব সঞ্জয় সরকার, চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব ফরিদা খানম, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মোঃ মনজুরুল কিবরীয়া।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক জনাব জমির উদ্দিন এবং সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক জনাব সোনিয়া সুলতানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ একটি প্রধান চ্যালেঞ্জ। এটি মোকাবেলায় জনসচেতনতা, কার্যকর নীতিমালা এবং বিকল্প উপকরণের ব্যবহার নিশ্চিত করতে হবে। তারা পরিবেশবান্ধব জীবনযাপনের প্রতি গুরুত্ব আরোপ করেন এবং বলেন, প্রতিটি নাগরিককে এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে।
এ উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয় মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে, যার মধ্যে ছিল রচনা ও স্লোগান প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বিষয়ক সেমিনার ও মতবিনিময় সভা।
অনুষ্ঠান শেষে রচনা, চিত্রাঙ্কন ও স্লোগান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।