চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিপুলসংখ্যক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলোর মডেল ও আইএমইআই নম্বর প্রকাশ করেছে ডিবি পুলিশ। বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর (রবিবার, সোমবার ও মঙ্গলবার) প্রকৃত মালিকদের মোবাইল ফেরত দেওয়া হবে। এজন্য মালিকদের নির্ধারিত কাগজপত্রসহ মনছুরাবাদ পুলিশ লাইন্সে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উদ্ধার হওয়া মোবাইলগুলোর তালিকা
উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে রয়েছে –
- TECNO: D4i, KL5, CMS মডেলের ৩টি সেট
- HONOR: ASPH F18 ও অজ্ঞাত মডেলের ৩টি সেট
- INFINIX: X6532, X6881, X6816, X6850B, X6833B, X68811 সহ মোট ৯টি সেট
- SAMSUNG: সোনালী, কালো ও টিয়া রঙের ৪টি সেট
- OPPO: CPH2641, A57, CPH2239 মডেলের ৫টি সেট
- REALME: RMX3840, RMX3706, RMX3933, RMX5313, RMX3890, RMX5303 সহ ৬টি সেট
- REDMI: 2203333OBI ও 220233121 মডেলের ২টি সেট
- AWESOME, ITEL, LG, ORBIT: মোট ৬টি সেট
- ONEPLUS: BE2029 মডেলের ১টি সেট
- VIVO: V2419 ও অজ্ঞাত মডেলের মোট ৬টি সেট
- iPhone: ২টি সেট
এছাড়া আরও কয়েকটি মোবাইল সেট লক থাকায় তাদের আইএমইআই শনাক্ত করা সম্ভব হয়নি।
মালিকদের জন্য নির্দেশনা
প্রকৃত মালিকদের মোবাইল ফেরত পেতে হলে নিচের শর্তগুলো পূরণ করতে হবে –
১. মালিকানা প্রমাণে বৈধ ডকুমেন্ট আনতে হবে।
২. মোবাইল আনলক করার জন্য পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে।
৩. ডিবি (বন্দর) কার্যালয়ে নির্ধারিত ফরমে বিজ্ঞ আদালত বরাবর আবেদন করতে হবে।
৪. জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে আনতে হবে।
যোগাযোগ পুলিশ পরিদর্শক ধীমান মজুমদার: ০১৮১৬-৬১২৫৬৬ এসআই মোঃ ইমাম হোসেন: ০১৭১১-৪৬১৮৯৭ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ জানিয়েছে, প্রকৃত মালিকদের যাচাই-বাছাই শেষে আদালতের অনুমতি নিয়ে মোবাইল হস্তান্তর করা হবে।