চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগের একটি অভিযানে প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩১টি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মোবাইল চোরাচালান ও ক্রয়-বিক্রয় চক্রের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
১৪ জুন (শুক্রবার) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির টিম-০১ খুলশী থানাধীন পলিটেকনিক্যাল আগার মোড় এলাকায় এ অভিযান চালায়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের — যেমন Samsung, Redmi, Realme, OPPO, VIVO, MI, Huawei, Tecno, Maximus, VNUS, Symphony, Google ও Benco — মোট ৩১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম কে এম মেহেদী হাসান (৩৫), পিতা কে এম আলমগীর। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার দিগনগর গ্রামের বাসিন্দা।
ডিবি সূত্রে জানা গেছে, আটক মেহেদী একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য, যারা চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে খুলশী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাই মোবাইল ফোন চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।