চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

পুরোনো বন্দোবস্ত থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আব্দুল্লাহ আল ফারুক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি নিজে চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, চকরিয়া উপজেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে আব্দুল্লাহ আল ফারুক বলেন, রাজনৈতিক প্রতিহিংসামুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক চকরিয়া–পেকুয়া গড়তে সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করছি।
তিনি পুরোনো বন্দোবস্ত থেকে বেরিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment