গত ২৭ সেপ্টেম্বর পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই

নিঃস্ব হয়েছেন অসহায় পরিবার গুলো ,সরকারি ত্রাণ সহায়তার দাবী

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অসহায় ৭ পরিবারের ৪ বসতঘর।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) দুপুর দেড়টার দিকে জুমার নামাজ চলাকালীন সময়ে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল ৪নং ওয়ার্ডে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিঃস্ব হওয়া পরিবারগুলো হলো- মগনামা পশ্চিমকূল এলাকার মৃত দুদু মিয়ার ছেলে সরওয়ার আলম, নাসির উদ্দিন, মৃত কাশেম আলীর ছেলে জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, মোঃ আজিম, মাশুকা বেগম ও জসিম উদ্দিনের ছেলে আবদুল মজিদ।

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে জসিম উদ্দিন জানান, তারা সবাই জুমার নামাজ পড়তে মসজিদে ছিলেন। ওই সময় জানতে পারেন বাড়িতে আগুন লেগেছে। এসে দেখেন পুড়ে সব শেষ। ফায়ার সার্ভিস আসার আগে সব পুড়ে নিঃস্ব হয়ে গেছেন সাত পরিবার।

স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন জানান, বৈদ্যুতিক তার ছিড়ে এক বাড়িতে আগুনের সুত্রপাত হয়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়লে ৭পরিবারের ৪বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই গেছে। এতে ক্ষতি প্রায় ৩০ লক্ষাধিক টাকা।

ফায়ার সার্ভিস পেকুয়ার ইনচার্জ জানান, বৈদ্যুতিক তার ছিড়ে আগুন লাগে বাড়িতে। স্টেশন থেকে ঘটনাস্থল বেশ দূর হওয়া ফায়ার সার্ভিস আসতে আসতে সব পুড়ে যায়। যা ক্ষতি হয়েছে আমরা তার রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

এদিকে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করে সরকারি ভাবে ত্রাণ সহায়তা প্রদান করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসক নুর পিয়ারা বেগম।

You may also like

Leave a Comment