খালেদা জিয়ার আসন ফেনী-১ এ এনসিপির মনোনয়ন ফরম নিলেন আহসান জোবায়ের

by The Justice Bangla

মোহাম্মদ সাগর, ছাগলনাইয়া থানা প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে কাউকে মনোনয়ন দেওয়া হবে না এমন ঘোষণা পূর্বেই দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে পরিস্থিতির পরিবর্তনে শেষ পর্যন্ত ফেনী-০১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে দলটি মনোনয়নপত্র দিয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রচার ও প্রকাশনা সেলের সক্রিয় কর্মী এহসানুল মাহবুব জোবায়ের (আহসান জোবায়ের)-কে।

শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা।

এনসিপি নেতারা জানিয়েছেন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূলের প্রত্যাশা এবং সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতে শেষ মুহূর্তে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আহসান জোবায়ের দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ড, বিশেষ করে প্রচার ও গণসংযোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলেও উল্লেখ করা হয়।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের তিনি বলেন, ফেনী-১ বিএনপির ঐতিহাসিক আসন হলেও জনগণের স্বার্থে ও সময়ের দাবি হিসেবে এনসিপি এখানেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়বে। আমি জনগণের পাশে থাকতে চাই।

এদিকে রাজনৈতিক মহলে এ সিদ্ধান্তকে ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে। খালেদা জিয়ার ঐতিহ্যবাহী এই আসনে এনসিপির মনোনয়ন আওয়ামী লীগ বিএনপি–তৃতীয় শক্তির প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলবে বলেও মত বিশ্লেষকদের।

You may also like

Leave a Comment