কক্সবাজারে বিজিবির পনের হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করছে

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজারঃ বিজিবি কক্সবাজার রিজিয়নের অধীনে জব্দকৃত এক হাজার তিনশত একুশ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

আজ ১৩ আগস্ট বুধবার সকাল ১১ টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, র্যাব-১৫ এর অধিনায়ক লে কর্ণেল কামরুল হাসান, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন, পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট শাহীদুল আলম।

ধ্বংসযোগ্য মাদকের মধ্য ইয়াবা ট্যাবলেট ২ কোটি ৩৩ লাখ ৯৪৯ টি, ক্রিষ্টাল মেথ আইস-১৪০ কেজি, বিভিন্ন প্রকার বিয়ার-৬১ হাজার ৪৯১ ক্যান, বিভিন্ন প্রকার মদ-২২ হাজার ১৫৫ বোতল, বিভিন্ন প্রকার ট্যাবলেট-৮০০ পিস, সিগারেট-৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট, ফেন্সিডিল- ১৬৯ বোতল, বাংলা মদ- ১৭৯৯.৩ লিটার, কোকেন- ৪.৪০৫ কেজি, গাঁজা-৫২.৮০০ কেজি, হেরোইন- ২৫.৯৯৮ কেজি, আফিম-০৪ কেজি, এনার্জি ড্রিংকস -১৯২ ক্যান, বার্মিজ জর্দ্দা-৫৪০ কৌটা, হুইস্কি- ২ বোতল।
ধ্বংসকৃত মাদকের মূল্য এক হাজার তিনশত একুশ কোটি নব্বই লক্ষ ঊনষাট হাজার একশত ষোল টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম ৭ মাসে দুই হাজার দুই শত ষোল কোটি টাকারর মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার মধ্যে দুই হাজার ৬ শত ৯৩ জন কারবারিসহ আটশত ৯৫ কোটি তিন লাখ তিয়াত্তর টাকার মাদক উদ্ধার করা হয়েছে। যা থানায় হস্তান্তর করা হয়েছে।
পনের হাজার কোটি টাকার এসব মাদকদ্রব্য বুধবার ধ্বংস করা হয়েছে।

You may also like

Leave a Comment