ওয়্যারলেস বার্তা ফাঁস: চট্টগ্রামে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়্যারলেস বার্তা ফাঁসের অভিযোগে পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল অমি দাশকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া অমি দাশ খুলশী থানায় কর্মরত ছিলেন।

এ ঘটনার সূত্রপাত তিন মিনিট নয় সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে। ভিডিওতে একজনকে হাতে ওয়্যারলেস ধরে রাখতে দেখা যায়। সেখানে অস্ত্রধারী দেখামাত্র গুলি চালানোর নির্দেশ শোনা যায়, যা দাবি করা হচ্ছে সিএমপি কমিশনার হাসিব আজিজের কণ্ঠস্বর।

ওয়্যারলেস বার্তায় নির্দেশনা দেওয়া হয়—
“পুলিশের কোন টহল পার্টির সামনে অস্ত্র বের করা মাত্র গুলি হবে, এতে কোন সন্দেহ নাই। সেটা আগ্নেয়াস্ত্র হতে পারে, সেটা ধারালো অস্ত্র হতে পারে। সরকারি গুলি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। মাথায়, বুকে বা পেটে গুলি করবে।”

খুলশী থানা পুলিশ জানায়, গত সোমবার (১১ আগস্ট) রাত ২টার দিকে সল্টগোলা এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের হামলায় সিএমপির এক কর্মকর্তা গুরুতর আহত হন।

এরপর পরদিন মঙ্গলবার রাতে ওয়্যারলেসে কমিশনারের পক্ষ থেকে সব সদস্যকে অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়।

You may also like

Leave a Comment