নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।
পোস্টে খান মুহাম্মদ মুরসালীন লেখেন, আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি। সম্প্রতি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছি।
তবে পদত্যাগের পেছনে নির্দিষ্ট কোনো কারণ তিনি ওই পোস্টে উল্লেখ করেননি।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজনৈতিক অঙ্গনে এই পদত্যাগকে এনসিপির অভ্যন্তরীণ পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।