নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র কিনেছেন মোট ১ হাজার ৪৮৪ জন। রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে ‘শাপলাকলি’ প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে দলটির নির্বাচন পরিচালনা কমিটি।
বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি জানান, ১০টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী পৃথকভাবে নেওয়া হচ্ছে সাক্ষাৎকার। আজ ও আগামীকাল সোমবার চলবে এ প্রক্রিয়া।
সাক্ষাৎকারে প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে সংযোগ এই পাঁচ মানদণ্ডে মূল্যায়ন করা হবে। এরপরই দলটি চূড়ান্ত প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করবে।
ডা. তাসনিম জারা বলেন,
মনোনয়ন প্রত্যাশীদের আজ ও কাল সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
চব্বিশের স্পিরিট ধরে রাখতে গণ-অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া প্রয়োজন। আমরা সংসদে গেলে সংস্কার বাস্তবায়নে কাজ করব।
তিনি আরও দাবি করেন
আমরা সৎ প্রার্থী দিচ্ছি—এটাই আমাদের চমক। এটি বাংলাদেশের ৫৩ বছরের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় চমক।
লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না এনসিপি: অভিযোগ নাহিদ ইসলামের
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় তাদের প্রার্থীরা হুমকি-ধমকির মুখে পড়ছেন। তিনি বলেন,
প্রশাসনে থাকা আওয়ামী নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের এখনও সরানো হয়নি। তাদের সরানোর দাবি করছি।
তিনি আরও বলেন, একটি সাজানো ও সমঝোতার নির্বাচন করার চেষ্টা চলছে।
বিভিন্ন গণমাধ্যমে সম্ভাব্য জোট নিয়ে আলোচনার প্রেক্ষিতে স্পষ্ট করে নাহিদ ইসলাম জানান
এনসিপি এককভাবেই ৩০০ আসনে প্রার্থী দেবে।