নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মাধ্যমে এক দশকের বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে।
বিমানের উচ্চপর্যায়ের সূত্র জানায়, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে তিন মাসের জন্য সপ্তাহে দুইটি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটগুলো চলবে চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত।
এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (পিসিএএ) এই রুটে ফ্লাইট পরিচালনা এবং নির্ধারিত আকাশপথ ব্যবহারের অনুমোদন দিয়েছে।
বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াতকারীদের অধিকাংশকেই দুবাই বা দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হচ্ছে। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রা সময় কমবে এবং ভ্রমণ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিমান কর্মকর্তারা জানান, দীর্ঘ কয়েক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিল। উদ্যোগটি বাস্তবায়িত হলে ২০১২ সালের পর প্রথমবারের মতো ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে।
সাম্প্রতিক সময়ে কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা সংক্রান্ত আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটেই সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বিমান খাতের বিশেষজ্ঞদের মতে, ঢাকা–করাচি রুটটি বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপিত হলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।