সংখ্যা’য় প্রতিবাদ: সাইবার হয়রানির বিরুদ্ধে নারী তারকাদের অভিনব আন্দোলন

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সামাজিকমাধ্যম খুললেই এখন চোখে পড়ছে এক অদ্ভুত ছবি। দেশের জনপ্রিয় নারী তারকাদের পোস্টে শরীরের বিভিন্ন স্থানে লেখা নানা সংখ্যা—হাতে, গালে, তালুতে লেখা ‘৯’, ‘২৪’, ‘১০০০’ কিংবা ‘৯৯+’। এসব সংখ্যা ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা ও কৌতূহল।

অনেকে ধারণা করেছিলেন, এটি হয়তো নতুন কোনো নাটক, সিনেমা বা প্রজেক্টের প্রচারণা। তবে দ্রুতই স্পষ্ট হয়, এসব সংখ্যার পেছনে লুকিয়ে আছে সাইবার জগতে নারীদের প্রতি চালানো ভয়াবহ ডিজিটাল সহিংসতার এক অভিনব ও শক্তিশালী প্রতিবাদ।

ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা ছড়াতে একযোগে শুরু হয়েছে ‘মাই নাম্বার, মাই রুলস’ শীর্ষক অনলাইন আন্দোলন। এতে অংশ নিয়েছেন দেশের অভিনেত্রী, মডেল, সংগীতশিল্পীসহ বিনোদন অঙ্গনের অসংখ্য পরিচিত নারী মুখ। প্রতিদিন অনলাইনে কতবার তাঁরা কটূক্তি, অপমান বা হয়রানির শিকার হন, নিজেদের শরীরে লেখা সেই সংখ্যাই তুলে ধরছেন তাঁরা।

প্রথম পোস্ট অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ২৫ নভেম্বর নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবিতে তাঁর গালে বড় করে লেখা ছিল ‘৯’। ক্যাপশনে তিনি জানান, প্রতিদিন অন্তত ৯ বার সাইবার হয়রানির মুখোমুখি হতে হয় তাঁকে। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লেখেন

মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখছে, কিন্তু এর পেছনে রয়েছে আমার প্রতিদিনের সংগ্রাম, ভয়, অপমান এবং বাধা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প।

তিশার পোস্টের পর একে একে যুক্ত হন আরও তারকারা অভিনেত্রী রুনা খান লিখেছেন ‘২৪’ অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন ‘১০০০’ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি লিখেছেন ‘৩’ অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন ‘৭২’ সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল লিখেছেন ‘৯’ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন ‘৯৯+’

সংখ্যাগুলো যত ভয়াবহই হোক, সেগুলো প্রতিদিন অনলাইনে নারীদের প্রতি ছুড়ে দেওয়া কটূক্তি, মানহানি, মানসিক নির্যাতন এবং সাইবার সহিংসতার বাস্তব চিত্রই তুলে ধরছে।

তারকা না হলেও নারী’ সাধারণের কণ্ঠ তোলার আহ্বান

নিজের ছবিতে ‘২৪’ লিখে প্রতিক্রিয়ায় অভিনেত্রী রুনা খান বলেন

শুধু তারকা নয়, দেশের সাধারণ নারীরাও প্রতিদিন সামাজিকমাধ্যমে অসংখ্য হয়রানির শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, গত দশ বছরে সামাজিকমাধ্যম মানুষের হাতে দ্রুত পৌঁছালেও এর ব্যবহার, নৈতিকতা কিংবা আচরণবিধি অনেকেই শেখেননি।

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা জানান, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর নারীদের জন্য অনলাইন পরিবেশ আরও অনিরাপদ হয়ে উঠেছে। নিজের শরীরে ৯৯+ লিখে তিনি অন্য নারীদের উৎসাহিত করতে পোস্টে লেখেন

তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো।

আন্তর্জাতিক ডিজিটাল সহিংসতা–বিরোধী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশেও এ ‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলন ১৬ দিনব্যাপী চলবে। তারকারা চান, নিজেদের অভিজ্ঞতা সংখ্যা দিয়ে প্রকাশ করে সমাজের ভেতরকার গভীর সমস্যাকে আরও বড় পরিসরে সামনে আনতে।

চুপ নয়, সংখ্যা হোক প্রতিবাদের ভাষা অভিযানে অংশ নেওয়া তারকাদের বার্তা একটাই নীরবতা নয়, সংখ্যাই হোক প্রতিবাদের ভাষা।

সাইবার সহিংসতার বিরুদ্ধে সমাজের সব স্তরের মানুষকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

You may also like

Leave a Comment