শীতের আগমন: ঠান্ডা হাওয়ায় বদলে যাচ্ছে দেশের আবহমান প্রকৃতি

by The Justice Bangla

মোহাম্মদ সামিরঃ  দেশজুড়ে ধীরে ধীরে নেমে এসেছে শীতের আগমনী আমেজ। সকাল-বিকেলের হালকা ঠান্ডা হাওয়া, ঘাসের ডগায় ছোট ছোট শিশিরবিন্দু আর আকাশজুড়ে তুলোর মতো কুয়াশা সব মিলিয়ে প্রকৃতি যেন জানিয়ে দিচ্ছে, শীত দরজায় কড়া নাড়ছে।

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। বিশেষ করে উত্তরাঞ্চলে ভোরের দিকে শীতলতার মাত্রা বেড়ে চলছে। নদীর ধারে কিংবা মাঠের ফসলি জমিতে এখন স্পষ্ট দেখা যায় শিশির পড়া, যা শীতের আগমনের অন্যতম বার্তা।

প্রকৃতির রূপ বদলে যাচ্ছে শরৎ শেষে হেমন্তের শেষভাগে এসে প্রকৃতির রঙে লেগেছে নতুন ছোঁয়া। গাছের পাতায় হালকা হলদে রঙ, বাতাসে মৃদু ঝাঁঝ, আর সকাল-বিকেলের মায়াবী নীরবতা সব মিলিয়ে চারপাশে এক অনন্য আবহ তৈরি হয়েছে। শীতের শুরুতে পাখিদের ডাকও যেন আরও পরিষ্কার শোনায়, বিশেষত সকালবেলায়।

শহর-গ্রামে একই আমেজ শহরে যেমন সকালে কর্মস্থলে বের হওয়া মানুষদের হাতে দেখা যাচ্ছে পাতলা শাল বা সোয়েটার, তেমনি গ্রামাঞ্চলে সকালের নরম রোদে শিশুদের উচ্ছ্বাসও চোখে পড়ে। অনেকেই সকালবেলা হাঁটার সময় অনুভব করছেন বাড়তি শীতলতা ও শুষ্ক বাতাস।

চায়ের দোকানে জমছে আড্ডা শীতের আগমনী হাওয়া মানেই চায়ের দোকানে জমে ওঠা আড্ডা। ভোরের দিকে কিংবা সন্ধ্যায় জায়গায় জায়গায় চায়ের দোকানগুলোতে মানুষের ভিড় বেড়ে যাচ্ছে। ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে শিহরণ জাগানো ঠান্ডা শীতের শুরুতে যেন মানুষের অন্যতম আনন্দ।

শীতকালীন সবজির আমেজ এ সময় বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি বাঁধাকপি, ফুলকপি, শালগম, মুলো, লাল শাকসহ নানা রকম সবজি। কৃষকরাও ফসল তুলতে ব্যস্ত সময় পার করছেন। বাজারে এসব সবজির আগমন শীতের আরেকটি স্পষ্ট ইঙ্গিত।

ভ্রমণপ্রেমীদের প্রস্তুতি শীতের আগমনে ভ্রমণপিপাসুরাও তৈরি হচ্ছেন নতুন গন্তব্যে যাওয়ার জন্য। পাহাড়, সমুদ্র কিংবা চা-বাগান নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের সর্বত্রই চলে পর্যটকদের ভিড়।

শীতের আগমন মানেই নতুন এক মৌসুমের শুরু। প্রকৃতিতে আসে পরিবর্তন, মানুষের জীবনযাপনে আসে ভিন্নস্বাদ। হালকা শীতের এই সময়টুকু তাই অনেকের কাছেই বছরের অন্যতম প্রিয় সময় স্নিগ্ধ, মায়াবী আর প্রাণবন্ত।

You may also like

Leave a Comment