18
চট্টগ্রাম ব্যুরোঃ শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজারি, দর্শনার্থী ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপি সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর রাত থেকে ৩ অক্টোবর ভোর পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মহানগর এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, লরি ও ডাম্প ট্রাকসহ সব ধরনের ভারী যানবাহনের চলাচল সীমিত থাকবে।
তবে আমদানি-রপ্তানি কার্যক্রম ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এসব যানবাহনের জন্য বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাফিজ আক্তার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।