রাবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি মেহেদী হাসান

by The Justice Bangla

মোহাম্মদ জনি, ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৫–২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর আড়াইটায় ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ২০২৫–২৬ সেশনের সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। পরে সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল হাফেজ মেহেদী হাসানকে শাখা সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।

শিবির সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল সদ্য বিদায়ী কমিটিতে শাখা সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে এমফিল পর্যায়ে অধ্যয়নরত।

অন্যদিকে, নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল হাফেজ মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নতুন নেতৃত্ব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে।

সদস্য সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শাখার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment