মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে মীরসরাইয়ে অনুষ্ঠিত হলো র্যালি ও আলোচনা সভা। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আলোচনার মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ সভার সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন তরুণ উদ্যোক্তা তাসলিমা আক্তার প্রমি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, আর বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা সাবিনার রহমান লীনা এবং উপজেলা ইঞ্জিনিয়ার দিদারুল আলম।
সভায় নারী নির্যাতনের বিরুদ্ধে আইন, সামাজিক সচেতনতা এবং স্থানীয় উদ্যোগ বৃদ্ধির মাধ্যমে নারীকে সুরক্ষিত রাখার বিভিন্ন দিক আলোচনা করা হয়।