বিয়ের বন্ধনে ডাকসুর সম্পাদক সানজিদা আহমেদ তন্বী

by The Justice Bangla

ঢাকা প্রতিনিধিঃ বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তন্বীর স্বামীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশায় সাংবাদিক এবং একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত বলে জানা গেছে।

ফেসবুকে দেওয়া ইংরেজি ভাষার এক আবেগঘন পোস্টে তন্বী লেখেন, “আজ, আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েছি।” স্বামীকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, “আমি প্রতিদিন, জীবনের বাকিটা সময় ধরে, তোমাকেই বেছে নেব।”

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় আহত হন সানজিদা আহমেদ তন্বী। রক্তাক্ত অবস্থায় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে।

সর্বশেষ ডাকসু ও হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে তিনি বিজয়ী হন। এ পদে তিনি মোট ১১ হাজার ৭৭৭ ভোট পান।

You may also like

Leave a Comment