জাস্টিস বাংলা ডেস্কঃ কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধী বক্তব্যের অভিযোগ তুলে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের শিলিগুড়ির ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।
সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানান, ২০২৪ সালের ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর রয়েছে। প্রথমদিকে মানবিক বিবেচনায় শিক্ষার্থী ও চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল ছিল। তবে বর্তমানে সেই ছাড়ও প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে কথিত সহিংসতা ও ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের অধীনে শিলিগুড়িতে থাকা ১৮০টি হোটেল এই সিদ্ধান্ত মেনে চলবে।
এছাড়া সংগঠনের বাইরে থাকা আরও প্রায় ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দিচ্ছে না বলে দাবি করা হয়েছে।
প্রতিবছর শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের উদ্দেশ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি শিলিগুড়িতে ভ্রমণ করেন। ফলে এ সিদ্ধান্ত তাদের ভ্রমণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া