বিশেষ প্রতিনিধিঃ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট দুর্বল নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভি। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিস্টেমটি উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
বর্তমানে নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগোচ্ছে। ২৫ নভেম্বরের মধ্যে এটি আরও ঘনীভূত হবে। তবে ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে তা এখনো নিশ্চিত নয়।
ভারতের আবহাওয়াবিদ সন্দীপ পট্টনায়ক জানান, মালাক্কা প্রণালী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অনুকূল আবহাওয়া, উষ্ণ সমুদ্রজল এবং শীতল বাতাসের অনুপস্থিতি সিস্টেমটিকে দ্রুত শক্তিশালী করছে। ফলে ২৬ থেকে ৩০ নভেম্বর এর তীব্রতা সবচেয়ে বেশি বাড়তে পারে।
প্রভাবে ২৫ নভেম্বর থেকে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিমি, ২৬ নভেম্বর ৭০–৮০ কিমি, আর ২৭ নভেম্বর ১০০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।