কাতারে পর্তুগালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শিরোপা, বাংলাদেশকে ফিফা সভাপতির বার্তা

বিশ্বকাপে তোমাদের জন্য অপেক্ষা করছি জিয়ান্নি ইনফান্তিনো

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম–এ গত বুধবার অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব‑১৭ বিশ্বকাপ ফাইনাল ২০২৫–এ পর্তুগাল অনূর্ধ্ব‑১৭ ফুটবল দল ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে অস্ট্রিয়া অনূর্ধ্ব‑১৭ ফুটবল দল–কে। জমকালো এই ম্যাচের মধ্য দিয়েই টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

ফাইনালের ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা–এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ১১ সেকেন্ডের এক ভাইরাল ভিডিওতে বাংলাদেশি তরুণ স্বেচ্ছাসেবী আবজল রহমানের ক্যামেরার সামনে ইনফান্তিনো বাংলায় বলেন
এগিয়ে যাও বাংলাদেশ এবং যোগ করেন বিশ্বকাপে তোমাদের জন্য অপেক্ষা করছি।

ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা শুরু হয় বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি করে ১৮০তম স্থানে উঠলেও বিশ্বকাপ বা এশিয়ান কাপের বাছাইপর্বে এখনো ধারাবাহিক সাফল্য পায়নি হাভিয়ের কাবরেরা–এর দল।

তবে দলটিতে তারুণ্যের শক্তি দিনদিন স্পষ্ট হচ্ছে। হামজা চৌধুরী, সোমিত সোম–দের নিয়ে বাংলাদেশের ফুটবল যেভাবে পরিকল্পিত ও গোছানো ধারায় এগোচ্ছে, তাতে ভবিষ্যতে ইনফান্তিনোর সেই অপেক্ষা শেষ হওয়ার সম্ভাবনাও দেখছেন বিশ্লেষকরা।

বিশ্বকাপে খেলার বাস্তবতা এখনই দূরের হলেও, লাল-সবুজের পথচলায় একদিন সেই স্বপ্ন ধরা দিতেই পারে সেই প্রত্যাশাই আরও উসকে দিয়েছে ফিফা সভাপতির হৃদয় ছোঁয়া বার্তা।

You may also like

Leave a Comment