নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে নিয়মিত তারকা লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজরা আছেন।
আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে আতিথেয়তা নেবে আলবিসেলেস্তেরা।
প্রাথমিক দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ব্রাজিলের পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা আছেন পর্তুগালের পোর্তোর তরুণ মিডফিল্ডার অ্যালান ভারেলা ও ইংলিশ ক্লাব বোর্নমাউথের ডিফেন্ডার জুলিও সোলার।
সর্বশেষ কলম্বিয়া ও চিলির বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো এবং মিডফিল্ডার এনজো বারেনেচিয়া ও এনজো ফার্নান্দেজ। তবে ফিরেছেন লিভারপুল মিডফিল্ডার অ্যালিক্সেস ম্যাক আলিস্টার, ক্লাদিও এচেভেরি ও ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল।
ইতোমধ্যে লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে।
আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক আলিস্টার।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।